ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে পবিত্র ঈদ-উল-ফিতর এবং করোনা ভাইরাস বিস্তার রোধকল্পে বিধি নিষেধ আরোপ করায় কর্মহীন হওয়া ব্যক্তিদের মাঝে ভিজিএফ কর্মসূচীর আওতায় নগদ টাকা বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার উপজেলার চারটি ইউনিয়নে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, ট্যাগ অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন, শিক্ষা কর্মকর্তা আনার কলি নাজনীন, যুব উন্নয়ন কর্মকর্তা একেএম আব্দুল কাদির ভূইয়া, জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কায়সার আহমেদ তালুকদার, ইউপি চেয়ারম্যান জুবের আলম কবীর রুপক, আনোয়ার পারভেজ, মো. শাহজাহান ভূইয়া ও হাবিবুর রহমান প্রমুখ।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সরিষা, মাইজবাগ, আঠারবাড়ী ও সোহাগী ইউনিয়নের উপকারভোগীদের মাঝে এ অর্থ প্রদান করা হয়। এ কর্মসূচীর আওতায় ঈশ্বরগঞ্জের ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ৭৩ হাজার ৫শ ৮৮ জন উপকারভোগীর মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৪শ ৫০ টাকা করে প্রদান করা হবে।

(এন/এসপি/মে ০৬, ২০২১)