এম এ হিরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : গোয়ালন্দ বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে লুঙ্গি ও শাড়ী বিতরন করলেন বাজার পরিষদ নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ খোকন শেখ।

বৃহস্পতিবার ২৩শে মাহে রমজান গোয়ালন্দ বাজার এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের খুঁজে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার হিসাবে লুঙ্গি শাড়ি ও থ্রিপিস বিতরণ করেন তিনি।

দেশে সরকার ঘোষিত যে চলমান লকডাউন শুরু হয়েছে সেই ধারাবাহিকতায় গোয়ালন্দে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে লকডাউন এর ব্যাপক প্রভাব পড়েছে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী লকডাউনে বেকার হয়ে পড়েছেন।সেই সময় গোয়ালন্দের একজন মানবিক মানুষ ও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খোকন শেখ রোজার ঈদ সামনে রেখে ঈদের উপহার বিতরন করছেন।

গোয়ালন্দ বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী মরহুম হানিফ আলী শেখের সুযোগ্য পুত্র মোঃ খোকন শেখ এবার বাজার পরিষদ নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হবেন।সেই লক্ষ্য বাস্তবায়ন করার লক্ষ্যে তিনি বাজারের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের ঈদের আনন্দ ফুটিয়ে তুলতে লুঙ্গি শাড়ি ও থ্রিপিস বিতরণ করেণ।

একাধিক ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা জানান চলমান লকডাউনে তারা অনেকে বেকার হয়ে পড়ছেন ।বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের যে কেনা বেচা শুরু হয়েছে এবার রোজার ঈদে তারা হয়তো পরিবারের জন্য ঈদ উপলক্ষে জামাকাপড় কিনবেন। কিন্তু তাদের জন্য কিছুই কিনবেন না এই সময়টায় খোকন এর জন্য সবাই আল্লাহর দরবারে দোয়া করে বলেন আমাদের এই ঈদের উপহার দেয়াতে আমরা খুশি এবং আল্লাহ তা'আলা যেন খোকন ভাইয়ের মনের আশা পূরণ করে।

বাজার পরিষদের আগামী নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ খোকন শেখ বলেন এ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমার সামান্য উপহার।

(এইচ/এসপি/মে ০৬, ২০২১)