ভালোবাসার তিক্তস্বাদ


প্রণয় বৃন্তে ক্রমশই তলিয়ে যাচ্ছি
তোমার অবহেলার আড়ালে
কতোবার ঢেউয়ের সাথে ভাসিয়ে দিয়েছি বেদনার সকল নীল খাম।
চোখেন কোণ থেকে কতোবার মুছে দিয়েছি বিষন্নতা।
নির্ঘুম রাত কাটিয়েছি কতোবার ব্যথা ভরা দীর্ঘশ্বাস নিয়ে।
কোথাও খুঁজে পাই না নিজেকে,
বড্ড অচেনা লাগে উপন্যাসের পাতার মতো!
তোমার অবয়বে বিরামহীন নিষ্কলঙ্কে এঁকে দিতে চাই
পূর্ণতার ছোঁয়া মনের অজান্তেই সাজিয়ে ছিলাম
ভালো লাগার পদ্য
কতোবার তোমায় আলতো করে ছুঁয়ে দিতাম
নিস্তব্ধের মতো তাকিয়ে থাকতে।
আমি জানি ঝরা পাতার মতো ছিটকে যাবো
তোমার গল্পের বর্তমানে কাছে।