বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি৷ গ্রামীন প্রেক্ষাপটের গল্পগুলোতে তার উপস্থিতি মানেই দারুণ কিছু। কখনো বাড়ির বউ, কখনো বা বাড়ির মেয়ে হিসেবে তিনি অনবদ্য।

কৌতুকের ছলে আবেগ ভরা শিক্ষামূলক সংলাপে তার অভিনয় মুগ্ধতা ছড়িয়েছে দর্শকের মনে বহুবার৷

সেই ধারাবাহিকতায় আবারও গ্রামীন গল্পের নাটক নিয়ে হাজির হচ্ছেন খুশি৷ ঈদ উপলক্ষে নির্মিত এ নাটকের নাম 'পিলিয়ার'।

শাহনাজ খুশি জানান, 'পিলিয়ার' নাটকটি রচনা করেছেন নন্দিত নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাস। এটি পরিচালনা করেছেন অভিনেতা শামীম জানান।

খুশি বলেন, 'ঈদের জন্য দশ পর্বে নির্মিত হয়েছে এই নাটকটি৷ বেশ আনন্দ নিয়ে কাজ করেছি এখানে। গল্পে হাসি-বেদনা ও নৈতিক শিক্ষা সবই পাবেন দর্শক।'

আসছে রোজা ঈদে একটানা দশদিন নাটকটি প্রচার হবে এটিএন বাংলায়।

(ওএস/এসপি/মে ০৭, ২০২১)