এমডি অভি, নারায়ণগঞ্জ : চেক জালিয়াতির মামলায় দুই বছরের সাজা এড়াতে ১৪ বছর পালিয়ে ছিলেন আব্দুল কুদ্দুস (৫০)। তবে শেষ রক্ষা হয়নি তার। অবশেষে বৃহস্পতিবার মধ্যরাতে ফতুল্লা থানা পুলিশের হাতে গ্রেফতার হতে হয়েছে তাকে। 

গ্রেফতারকৃত আব্দুল কুদ্দুস নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েত নগর ইউনিয়নের মুসলিমনগর এলাকার মৃত কালাই সর্দারের পুত্র।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আব্দুল কুদ্দুসের বিরুদ্বে ২০০৭ সালে পৃথক দুটি চেকের মামলায় টাঙ্গাইল দায়রা জজ ৩য় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে। পরবর্তীতে একই বছর তার বিরুদ্ধে এক বছর করে দুই বছরের সাজা প্রদান করে। এর পর থেকে একে একে ১৪ বছর ধরে পলাতক ছিলেন তিনি।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার উপ পরিদর্শক সিরাজুল ইসলাম, আসাদ ও মনিরুজ্জামান মুসলিমনগর এলাকায় আব্দুল কুদ্দুসের শ্বশুর বাড়ীর সামনে থেকে তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে উপ পরিদর্শক সিরাজুল ইসলাম জানায়, গ্রেফতারকৃত আব্দুল কুদ্দুস দুটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী। ২০০৭ সাল থেকে সে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং কিছুটা কৌশল অবলম্বন করে তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই আমরা।

(এ/এসপি/মে ০৭, ২০২১)