নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে কর্মরত আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স এর বীমা গ্রহিতার মৃত্যুজনিত বীমা দাবির ৩ লক্ষ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে ইন্স্যুরেন্স কোম্পানির বনপাড়াস্থ কার্যালয় হল রুমে জোয়াড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, প্রধান আলোচক হিসেবে ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নূরে আলম সিদ্দিকী ওভি, বিশেষ অতিথি হিসেবে সিনিয়র সহকারী ব্যবস্থাপনা পরিচালক আবু সামা প্রামাণিক প্রমূখ বক্তব্য রাখেন।

কোম্পানির সিনিয়র ম্যানেজার ফিরোজউদ্দিন মোল্লার সহযোগিতায় ও ব্রাঞ্চ ম্যানেজার পারুল আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত চেক হস্তান্তর ও ইফতার মাহফিলে কোম্পানির বিভিন্ন কর্মকর্তা, বীমা গ্রহিতা ও স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মেয়র কেএম জাকির হোসেন উপজেলার আহমেদপুর মৃত আশরাফ আলীর স্ত্রী মৃত রাজীয়া বেগমের বীমা দাবীর ৩ লক্ষ টাকার চেক নমিনীর হাতে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন। জানা যায়, মৃত্যুর আগে ওই বীমা গ্রহিতা ১৫ বছর মেয়াদি বীমা হিসেবে প্রথম কিস্তি ২৭ হাজার ৪০০ টাকা জমা দিয়েছিলেন।

(এডিকে/এসপি/মে ০৭, ২০২১)