এম এ হিরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : দৌলতদিয়া পূর্বপাড়ার লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবারের শিশুদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সারা দেশজুড়ে চলছে কঠোর লকডাউন, করোনাকালীন সময়ে অনেকটা মানবেতর জীবন কাটাচ্ছে নিম্নআয়ের মানুষ।সর্ববৃহৎ যৌনপল্লী রাজবাড়ী জেলার দৌলতদিয়াতে চলমান লকডাউনের প্রভাবে কর্মহীন কয়েক হাজার যৌনকর্মী, হিজড়া ও প্রতিবন্ধীরা রয়েছে। তাদের দুর্দিনের কথা ভেবে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ঈদ উপহার বিতরণ করেন জেলা প্রশাসন।

শনিবার ৮ ই মে সকাল ১১ টায় দৌলতদিয়া রেলস্টেশন শহীদ মিনার চত্বরে নতুন পোশাক বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহি কর্মকর্তা আজিজুল হক খান মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম , গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সি , দৌলতদিয়া অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় রাজবাড়ী জেলা প্রশাসক দিলশাদ বেগম বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার অসহায় সুবিধা বঞ্চিত নারী, শিশু ও পুরুষের মাঝে পৌঁছে দিতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া আজকের এই উপহার।

দৌলতদিয়া পূর্বপাড়া অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের মাঝে অসহায় শিশু, নারী ও পুরুষদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।আমরা অসহায় নারী ঐক্য সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী কে প্রাণঢালা অভিনন্দন জানাই ও তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।

(এইচ/এসপি/মে ০৮, ২০২১)