শেখ সাদ বীন শরীফ, নড়াইল : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নড়াইল পৌরসভারয় ৪ হাজার ৬শ ২১ জন অসহায় দুস্থর মাঝে ৪৫০ টাকা করে প্রায় ২১ লাখ টাকা বিতরণ শুরু হয়েছে।

শনিবার (৮ মে) সকাল ১০টায় পৌরসভার দূর্গাপুর মহিলা মাদ্রাসা মাঠে অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।

এসময় স্থানীয় কাউন্সিলর আনিচুর রহমান, নারী কাউন্সিলর ইপি রানী অধিকারী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রতিবছর ঈদুল ফিতরের পূর্বে ১০ কেজি করে চাল বিতরণ করা হতো। এবছর চালের পরিবর্তে ৪৫০ টাকা করে নগদ অর্থ দেয়া হচ্ছে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬শ ২১ জনের মাঝে মোট ২০ লাখ ৭৯ হাজার ৪শ ৫০ টাকা দেওয়া হচ্ছে।

এদিকে চালের পরিবর্তে টাকা পেয়ে খুশি সুবিধাভোগীরা। দু:স্থ্য রাহিলা বেগম ও প্রতিবন্ধী মফিজুর রহমান বলেন, ‘ আজকে প্রথমেই মেয়র মহোদয় আমাকে টাকা দিয়েছেন। আমি খুব খুশি হয়েছি। তাছাড়া চালের পরিবর্তে টাকা দেওয়ায় আরো ভাল হয়েছে। অনেক সময় চাউলের মান ভাল থাকতো না। টাকা দেওয়ায় আমরা সংসারের অন্য প্রয়োজনেও খরচ করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’

মেয়র আঞ্জুমান আরা বলেন, নড়াইল পৌরসভায় সরকারীভাবে বরাদ্দকৃত ২০ লাখ ৭৯ হাজার ৪শ ৫০টাকা ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬শ ২১ জন অসহায় দু:স্থ্যের মাঝে ৪৫০ টাকা করে বিতরণ করা হচ্ছে। এছাড়া ব্যক্তিগতভাবেও অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করে যাচ্ছি। সমাজের বিত্তবানদেরকে এসব অসহায় মানুষের পাশে দাড়ানোর অনুরোধ জানাই। তাহলে করোনা মোকাবেলা এবং পবিত্র ঈদুল ফিতরে সকলের মুখে হাসি ফুটবে।

(ওএস/এসপি/মে ০৮, ২০২১)