সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : নবছায়া নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার তিনটি বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ৬০ জন শিশু শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার হিসেবে নতুন জামা কাপড় বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ মে) সকালে কেন্দুয়া পৌর শহরের সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমির ২০ জন, ডাউকী গ্রামের বীরমুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ২০ জন, এবং নোয়াদিয়া গ্রামের স্বাধীন বাংলা অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী সহ ৬০ জনের মধ্যে নতুন জামা কাপড় বিতরণ করা হয়।

এসময় তাদের প্রত্যেককের হাতে একটি করে খাবার প্যাকেট তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, নবছায়া সংগঠনের সভাপতি মোঃ আয়েশ উদ্দিন ভূইয়া, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন রণি, নেত্রকোণা জেলা পরিষদ সদস্য সালমা আক্তার ও ছাত্রলীগ নেতা আশিফুল হক জয় ও আনোয়ার হোসেন প্রমুখ।

আয়েশ উদ্দিন জানান, ময়মনসিংহ বিভাগ ভিত্তিক নবছায়া সেচ্ছাসেবী সংগঠনটির উদ্যোগে সদস্যদের মানবিক সহায়তার মাধ্যমেই এই সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হয়।

(এসবি/এসপি/মে ০৮, ২০২১)