নওগাঁ প্রতিনিধি : শনিবার সকালে নওগাঁর ধামইরহাট উপজেলায় অজ্ঞাত এক নারীর (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। ধামইরহাট উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় সংলগ্ন একটি শুকিয়ে যাওয়া পুকুর থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। 

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করা হলেও এখনও নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে মহিলাটি পাগল ছিল। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এদিন সকালে স্থানীয় লোকজন ধামইরহাট উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় সংলগ্ন পানিশূণ্য পুকুরে অজ্ঞাত এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সকাল ১০টার দিকে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ওই নারীর পরনে গোলাপী রংয়ের জামা, হলুদ রংয়ের ওড়না ও খয়েরী রংয়ের পায়জামা ছিল।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি আবদুল মমিন বলেন, নিহত ওই নারীকে এর আগে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ধামইরহাট উপজেলা সদরের বিভিন্ন জায়গায় দেখেছেন। তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে বেড়াতেন। তবে কেউ তাঁর নাম-পরিচয় জানাতে পারেননি।

(বিএস/এসপি/মে ০৮, ২০২১)