ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার এলএসডি গোডাউনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায় এবছর কৃষকদের কাছ থেকে ১হাজার ৮০টাকা মণ দরে ২হাজার ৮শত ৪৭ মে. টন ধান এবং ১হাজার ৭শ ৩৮ মে.টন চাল সংগ্রহ করা হবে।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হোসেন সানোয়ার, প্রেসক্লাব সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, এলএসডির সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা একেএম এমরান হোসেন ভূইয়া, মিল মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল হক প্রমুখ।

(এন/এসপি/মে ০৯, ২০২১)