দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা স্কুলের সামনে ভ্রাম্যমাণ ট্রাকের উপরে টিসিবি পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়। নারী ও পুরুষের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল চিনি ডাল নেবার জন্য অপেক্ষায় মানুষে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তেল ও ডালের সংকট দেখা যায়। 

রবিবার দুপুর ১.৩০ মিনিটের সময় সরেজমিনে গিয়ে দেখা যায় যে লাইনের বাইরে হুড়োহুড়ি করে নিয়ম ভেঙে অনেকেই আট লিটার দশ লিটার তেল চিনি নিচ্ছে।

ছদ্মবেশ লাইনের বাইরে দারিয়ে দুই সাংবাদিক পন্য কিনতে চাইলে ট্রাকে থাকা এক বিক্রেতা বলেন একটু দাড়ান দিব,এর কিছুক্ষণ পর বাইরের এক ব্যাক্তির সাংকেতিক উচ্চারণ করায় ওরা সতর্ক হয়ে যায় এবং নিয়ম ভেঙে অতিরিক্ত পণ্য কেনা ব্যাক্তিরা ওখান থেকে সরে পরতে থাকে। লাইনে দাঁড়িয়ে থাকা অনেকেই পন্য কিনতে পারে নাই। বঞ্চিত অনেকেই সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন।

(ডিসি/এসপি/মে ০৯, ২০২১)