মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : ঈদুল ফিতর উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম বাবুর নিজ উদ্যোগে ১২ হাজার পরিবারকে ঈদ উপহার বিতরণ করা হয়।

করোনা ভাইরাসের প্রার্দুভাবের ফলে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মঙ্গলবার ১৭ নং ওর্য়াড এলাকাবাসীর প্রতিটি ঘরে ঘরে এ ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিল ১৭ নং ওর্য়াডের কাউন্সিলর আব্দুল করিম বাবু ও তার ছেলে এস বি গ্রুপের ম্যানেজমেন্ট ডিরেক্টর এম আর কে রিয়ান।

ঈদ সামগ্রী বিতরন শেষে কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, মানুষের দুঃখ দুর্দশা আমার হৃদয়কে কম্পিত করে তোলে । আমার ক্ষুদ্র প্রায়াসে যাতে একটু স্বস্থিও নিশ^াস ফেলতে পারে আমার ওর্য়াডবাসী এই চেষ্টা করছি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ম্যাসেজ সে সবাইকে দিতে চায়, আসুন আমরা সকলে মিলে ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্যের হাত বাড়িয়ে এই সোনার বাংলাকে সুস্থ্য ও সাবলীন দেশ হিসেবে গড়ে তুলি।

(এস/এসপি/মে ১১, ২০২১)