এমডি অভি, নারায়ণগঞ্জ : করোনা পরিস্থিতি ও ঈদুল ফিতর উপলক্ষে নুরবাগ যুব সংগঠনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে নাসিক ২২নং ওয়ার্ডস্থ নুরবাগ সংগঠনের কার্যালয়ের সামনে প্রায় ৪শ' অসহায় পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নুরবাগ যুব সংগঠনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ।

সংগঠনের সভাপতি আমির হোসেনের সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নুরবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি জাবেদ হোসেন জাবুন, সহ-সভাপতি নুরা মিয়া, নূরবাগ জামে মসজিদের মোতাওয়াল্লী নুর ইসলাম, বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দার।

নূরবাগ যুব সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহমেদের সার্বিক তত্বাবধানে আরও উপস্থিত ছিলেন, নুরবাগ যুব সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সোহাগ, সহ-সভাপতি মোখলে, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ আহমেদ নাছির, সহ-সাংগঠনিক বিষয়ক সম্পাদক রিয়াদ, প্রচার সম্পাদক রাজন, দপ্তর সম্পাদক নুরুজ্জামান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রকিব, ক্রীড়া বিষয়ক সম্পাদক আল আমিন, আজাদ, আমিন, রানা, হৃদয়, সাদ্দাম, আমানউল্লাহ ও আলিনুর প্রমূখ।

(এ/এসপি/মে ১১, ২০২১)