এমডি অভি, নারায়ণগঞ্জ : র‌্যাপিড একশন ব্যাটালিয়ন টিম র‌্যাব ১১ নারায়ণগঞ্জ শহরের অসহায় দুস্থ ৩শ পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরন করেছেন। 

মঙ্গলবার দুপুর নারায়ণগঞ্জ হাই স্কুল মাঠে অসহায় দারিদ্রদের মাছে খাদ্য সামগ্রী তুলে দেন নারায়ণগঞ্জ র‌্যাব ১১ সিও লে, কর্ণেল সাইফুল আলম।

এসময় উপস্থিত ছিলেন র‌্যাব ১১ অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারন সম্পাদক আমির হুসাইন স্মিথ, র‌্যাব ১১ কর্মকর্তা মো: হাসান, র‌্যাব কালিবাজার ক্যাম্প কমান্ডার সম্রাট, নারায়ণগঞ্জ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল ইসলাম, বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির সদস্য ওয়াহিদ বাবুসহ অনেকে।

র‌্যাব ১১ সিও লে কর্ণেল সাইফুল আলম বলেন, র‌্যাব আইনশৃংখলা নিয়ন্ত্রনের পাশাপাশি কভিডের এই দুর্যোগ সময়ে মানুষের পাশে এসে দাড়িয়েছে। তিনি বলেন, এই ঈদের সময় যাতে কিছু মানুষ হাসি মুখে ঈদ উদযাপন করতে পারে জে জন্য র‌্যাবের পক্ষ থেকে উপহার সামগ্রী নিয়ে আপনাদের পাশে এসেছি। ভবিষৎতে আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে।

(এ/এসপি/মে ১১, ২০২১)