ধামরাই (ঢাকা) প্রতিনিধি : শেষ মুহূর্তে ঈদকে সামনে রেখে ধামরাইয়ের বিভিন্ন বিপণি বিতান, রেডিমেট পোশাকের দোকান, গার্মেন্টস দোকান, এমনকি ফুটপাতের দোকান গুলিতে ও ঈদ বাজার বেশ জমে উঠেছে।  করোনায় সামাজিত দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। মাস্ক ব্যবহার না করেও চলাচল করছেন ক্রেতা ও সাধারন মানুষ। সচেতনায় প্রশাসনের নজর দারী কম।

ধামরাইয়ে প্রতিটি বিপণি বিতান দোকানে ক্রেতাদের আকর্ষন বাড়াতে দোকানের সামনে কৃতিম মডেল কাপড় পড়িয়ে আকর্ষণীয় করে রেখেছে।এখন জুতার দোকান ,মুদি দোকন গুলিতে বেচা কেনা বেশী হচ্ছে।

ঈদের দিন যতোই ঘনিয়ে আসছে সকল শ্রেনীর ক্রেতাদের ভীড় যেন প্রতিটি দোকানে বেড়েই চলেছে। বেচা কিনিও হচ্ছে বেশ।

তবে বিষ্টি অস্বাভাবিক যানজট ব্যবসায়ীর ক্ষতির সম্মুখিন হচ্ছে বলে জানান। সারা দিন ভীড় কম থাকলেও বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সব শ্রেণীর ক্রেতাদের ভীড় লেগে থাকে প্রতিটি মার্কেট ও দোকান গুলিতে।

ক্রেতারও যথেষ্ট সর্তক । তারা এক দোকান থেকে আরেক দোকানে ছুটছে ভাল কিন্তু একটু কম দাম পাবার আশায়। ক্রেতার বলেন এবার জিনিষের দাম কছিুটা বেশী থাকায় গরীবদের জন্য সমস্যা হচ্ছে।
দোকানীরা বেশ বেচা বিক্রির কথা জানিয়েছে।

জুতা স্যান্ডেল, জিনসের প্যান্ট ইত্যাদির ও দেশী পোষাকের পাশা-পাশি বিদেশী পোষাকের বিক্রিও ভালই হচ্ছে বলে দোকানীরা বলেছে।

মহিলারা কাপড় কসমেটিক দোকানে ভীড় করছে বেশী, কিনছে পছন্দের জিনিষ। ইমিটেশনের গহনা ও কসমেটিক্স কিনছে মহিলারা। সকল অভিভাবদেরও একই কথা তাদের বাবুদের পছন্দের জিনিষ কেনার পর তাদেরটা।

সিদ্দীক মার্কেটের গামেন্টস পোষাক ব্যবসায়ী বিনয় গোস্বামী বলেন প্যান্ট সার্ট সহ দেশী-বিদেশী পোষাক বেশী বিক্রি হচ্ছে বলেন।

(ডিসিপি/এসপি/মে ১২, ২০২১)