আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় স্বাস্থ্যবিধি মানা ও বাজার মূল্য নিয়ন্ত্রনে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫জনকে ১৩শ টাকা জরিমানা।

ভ্রাম্যমান আদালতের পেশকার রমনী রঞ্জন বিশ্বাস জানান, কোভিড-১৯ এর বিস্তার রোধে কঠিন লকডাউন কার্যক্রম বাস্তবায়নসহ সাধারণ জনগণের মাঝে সচেতনতা বাড়াতে এবং আসন্ন ঈদুল ফিতরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্বাস্থ্যবিধি না মানায় ৫জনকে ১৩শ টাকা জরিমানা আদায় করেছে আদালতের বিচারক ও উপরেজলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম।

থানা পুলিশের সহায়তায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা শহরে পরিচালিত অভিযানে অসহায়দে মাস্ক বিতরণ ছাড়াও জরুরী প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হওয়া, মাস্ক ব্যতীত কোন প্রকার সেবা প্রদান না করার বিষয়ে নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।

(টিবি/এসপি/মে ১২, ২০২১)