স্টাফ রিপোর্টার : করোনাকালীন চরম অশান্তির মধ্যে আবার এসেছে ঈদুল ফেতর । মনের দিক থেকে এ ঈদকে স্বাগত: জানাতে না পারলেও ধর্মীয়, সামাজিক ও পারিবারিক ঐতিহ্যকে প্রবহমান রাখার লক্ষ্যে দ্বিধান্বিতচিত্তে হলেও ঈদকে বরণ করে নিতে হয় । ১৯৭১ সালে এমনি একটা ঈদ এসেছিলো আমাদের বাঙালি জীবনে যখন আমরা মুক্তিযুদ্ধের মহাসমরে জীবন-নেয়ার রক্তাক্ত প্রান্তরে অবগাহন করেছিলাম। সেই ঈদ আমি আমার সাথীদের নিয়ে উদযাপন করেছিলাম পাকি হানাদার বাহিনীর স্থাপনার ওপর ঝটিকা আক্রমণ চালিয়ে। সেই শত্রুকে দেখা যেতো, তাদের অবস্থান চিহ্নিত করা যেতো, কিন্তু চলমান করোনা নামক অদৃশ্য শত্রুকে দেখতে পারছি না বা তার অবস্থানও নির্ণয় করতে পারছি না ! ফলে তাকে প্রয়োজনীয় অস্ত্র দিয়ে আঘাতও করতে পারছি না । তবে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনেচলে এ প্রাণঘাতী মহামারী থেকে উদ্ধার পেতে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে ।

অতএব, দেশের বীর মুক্তিযোদ্ধা ও দেশবাসীর সবাইকে ঈদুল ফেতরের শুভেচ্ছা জানিয়ে সবার সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।

ঈদ মুবারক

আবীর আহাদ
চেয়ারম্যান, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ

(এ/এসপি/মে ১৩, ২০২১)