স্টাফ রিপোর্টার : নেশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট এনডিএফ ও এনপিপির চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালু দেশবাসীর প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তা শেখ সালাউদ্দিন সালু বলেন, দেশ ও জনগণ আজ কঠিন একসময় অতিবাহিত করছে। একদিকে করণা মহামারী আমাদেরকে বিপর্যস্ত করে তুলেছে অন্যদিকে অর্থনৈতিক মন্দা, কর্মহীনতা, নাজুক শিক্ষাব্যবস্থা ও স্বাস্থ্য পরিস্থিতি আমাদেরকে পবিত্র ঈদুল আযহা উদযাপন কে বাধাগ্রস্ত করছে। তবুও আমরা মুসলমান জাতি হিসেবে পবিত্র এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে চাই।

প্রিয় দেশবাসীকে আমার দল ও সংগঠনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে লক্ষ করলাম ফিলিস্তিনি জনগণের উপর পবিত্র ঈদুল ফিতরের দিন চরম নির্যাতন ইসরাইল বর্বর বাহিনী। আমরা এ নির্যাতনের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। আমাদের দলের ও জোটের পক্ষ থেকে আগামী রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ইসরাইলি আগ্রাসন বন্ধে ও ফিলিস্তিন মুসলমানদের উপর হামলার নিন্দা জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত করব।

মুসলিম জন গুষ্টিকে উদাত্ত আহ্বান জানাতে চাই আসুন আমরা ফিলিস্তিনি মুসলিম ভাইদের পাশে দাঁড়াই। একই সাথে সরকারের প্রতি আহ্বান জানাতে চাই স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনা করার সুযোগ দিন। তা না হলে গত কয়েক দিনে যেভাবে ফেরিতে মানুষ পারাপারের সময় জনগণ যে দুর্ভোগ এ পড়েছে এবং গতকাল ৬ টি তাজা প্রাণ ঝরে পড়েছে তা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। তাই সামগ্রিক দিক বিবেচনা করে সরকারকে মানবিক আচরণ করার জন্য আহ্বান জানাই।

(এম/এসপি/মে ১৩, ২০২১)