স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে একদম শেষ দিকে পৌঁছে গেছে স্প্যানিশ লা লিগার লড়াই। শিরোপা নিষ্পত্তিতে বাকি আর মাত্র দুই ম্যাচ। তাই এখন প্রতিটি ম্যাচ একেকটি ফাইনাল।

সেই মিশনে বৃহস্পতিবার রাতে বড় জয়ই পেয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সপ্তাহদুয়েক আগে বার্সেলোনার মাঠে গিয়ে উজ্জীবিত এক জয় তুলে নিয়েছিল গ্রানাদা।

কিন্তু রিয়াল মাদ্রিদকে নিজেদের ডেরায় স্বাগত জানিয়ে রীতিমতো হেনস্থাই হতে হলো তাদের। গ্রানাদার মাঠে খেলতে গিয়ে ৪-১ গোলের বড় জয় নিয়ে ফিরেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

ম্যাচের দুই অর্ধে দুইবার করে জালের ঠিকানা খুঁজে নিয়েছে রিয়াল। প্রথমে ১৭ মিনিটের সময় দলকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ।

পরে প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে ব্যবধান বাড়ান তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।

দ্বিতীয়ার্ধে ফিরে ৭১ মিনিটের মাথায় গ্রানাদার পক্ষে এক গোল শোধ করেন জর্জে মলিনা। তবে মিনিট পাঁচেক পরই দুই মিনিটে দুই গোলের মাধ্যমে হালিপূরণ করে রিয়াল।

আলভারো অদ্রিওজোলা ৭৫ মিনিটে ও করিম বেনজেমা ৭৬ মিনিটের গোলের মাধ্যমে দলের বড় জয় নিশ্চিত করেন।

এ জয়ের মাধ্যমে টেবিল টপার অ্যাটলেটিকো মাদ্রিদের ওপর চাপ বজায় রাখল রিয়াল। লিগের ৩৬ রাউন্ড শেষে ৭৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে রিয়াল। সমান ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে সবার ওপরে অ্যাটলেটিকো।

এখন বাকি থাকা দুই ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতলেই হবে না, অপেক্ষা করতে হবে অ্যাটলেটিকো মাদ্রিদের অন্তত একটি ম্যাচ ড্রয়ের জন্য।

(ওএস/এসপি/মে ১৪, ২০২১)