বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড (বিশ্ব ঐতিহ্য) ষাটগুম্বজ মসজিদে এবার পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামায়াত অনুষ্ঠিত হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে করোনা স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৭টা, ৮টা ও সাড়ে ৮টায় ৩টি ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।

প্রায় ৬০০ বছর আগে হযরত খানজাহান ঐতিহাসিক ষাটগুম্বজ মসজিদ নির্মানের পর প্রতিটি ঈদে এখানে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়ে আসলেও করোনা পরিস্থিতির কারনে গত বছরের ন্যায় এবারও মসজিদের বাইরের খোলা চত্তরে বিশাল ঈদ জামায়াত অনুষ্ঠিত না হবার কথা থাকলেও মসজিদের অভ্যান্তরে জায়গা না থাকায় ষাটগম্বুজ মসজিদ প্রঙ্গনে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। তবে, ৩ ফুট দূরত্বে দাড়িয়ে নামাজ আদায়ে করোনা স্বাস্থ্যবিধি মানা হয়নি।

ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড ঐতিহ্যবাহী এই মসজিদে ঈদের ৩টি জামায়াতে ইমামতি করেন, বাগেরহাট আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালম আজাদ, ষাটগুম্বজ মসজিদে প্রধান খতিব মাওলানা ডা. হেলাল উদ্দিন, ষাটগুম্বজ মসজিদে মুয়াজ্জিম কারী মুজিবর রহমান। এসব ঈদ জামায়াতে বাগেরহাটের জেলা প্রশাসক আ,ন,ম ফয়জুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, সহকারি কমিশনার মোহাম্মদ শাহাজাহানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। মুসল্লিরা মুখে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কুশলাদি বিনিময় করলেও যুগ যুগ ধরে চলে আসা ভ্রাতৃত্বের বন্ধন কোলাকুলি করতে দেখা যায়নি কাউকে।

ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড ষাটগুম্বজ মসজিদের কাস্টুডিয়ার মো. জায়েদ জানান, করোনা পরিস্থিতির কারনে শুধুমাত্র ঈদের ৩টি জামায়াতর জন্য ষাটগুম্বজ মসজিদ খুলে দেয়া হয়। ঈদের নামাজ পড়তে মসজিদে প্রবেশ পথে হাত ধোয়ার জন্য সাবান, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়। মুসল্লি নিজ-নিজ জায়নামাজ নিয়ে মূখে মাস্ক পরে সামাজিক দুরত্ব বজায় রেখে কাতারে দাড়িয়ে ঈদের নামাজ আদায় করেন। প্রতিবছর ঈদের ছুটিতে প্রতিদিন হাজার-হাজার পর্যাটক হযরত খানজাহান (র:) অমর সৃষ্টি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড ষাগুম্বজ মসজিদ পরির্দশন করলেও এবার করোনাকালে এই পর্যটন কেন্দ্রে দেশী-বিদেশী সব পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

(এসএকে/এসপি/মে ১৪, ২০২১)