স্পোর্টস ডেস্ক : তিনি দলে পেয়ে যান, তাহলে স্বর্ণ ধরে রাখার লক্ষ্যে এটা হবে তার দলের জন্য অনেক বড় একটি অনুপ্রেরণার জায়গা।

তিনি বলেন, ‘অলিম্পিক গেমসে একটি শক্তিশালী দল হওয়ার যে ইচ্ছা আমাদের, সে ক্ষেত্রে নেইমারের মত খেলোয়াড়কে পেলে তো কথাই নেই, আমরা এমনিতেই অনেক বেশি শক্তিশালী দলে পরিণত হবো। একই সঙ্গে আমাদের যে লক্ষ্য সেটা অর্জন করতেও সক্ষম হবো। নেইমারও সেটাই চান।’

আন্দ্রে জার্দিন জানিয়েছেন, নেইমারকে তার অলিম্পিক দলে পাওয়াটা স্বপ্নের মত। যদিও বিষয়টা তার নিয়ন্ত্রণের মধ্যেই নেই। বিষয়টা সরাসরি দেখছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি রোজারিও ক্যাবোকলো। জার্দিন বলেন, ‘আমি আশা করি, এ বিষয়ে সিবিএফ সভাপতির কাছ থেকে সঠিক জবাব পেয়ে যাবো।’

(ওএস/এসপি/মে ১৫, ২০২১)