স্টাফ রিপোর্টার : লকডাউনের (বিধি-নিষেধ) মেয়াদ আরও ৭ দিন বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে হোটেল রেস্তোরাঁর নতুন নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়, খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁসমূহ কেবল খাদ্য বিক্রি/সরবরাহ করতে পারবে।

এর আগে গত ৫ এপ্রিল থেকে সাতদিনের লকডাউন ঘোষণার প্রজ্ঞাপনে বলা হয়েছিল, এই সময়ে হোটেল-রেস্তোরাঁ খোলা থাকবে, পার্সেল করতে পারবে। তবে হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না।

কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। পরে তিন দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়, নির্দেশনায় আসে সংশোধন। লকডাউনের সর্বশেষ মেয়াদ শেষ হবে আজ রোববার মধ্যরাতে।

(ওএস/এসপি/মে ১৬, ২০২১)