নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে প্রকাশ্য দিবালোকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন আত্রাই উপজেলা শ্রমিকলীগের সাধরণ সম্পাদক সাহেবগঞ্জ গ্রামের রফিউদ্দৌলার পুত্র সরদার সোয়েব (৪০)। সন্ত্রাসীরা সরদার সোয়েবের দুই হাত ও পায়ের রগ কর্তন করেছে। হঠাৎ মির্জা রাব্বী দলবল নিয়ে সরদার সোয়েবের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায় বলে স্থানীয়রা জানায়। 

এ ঘটনায় সমগ্র বাজার জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার উপজেলা পরিষদ নিউমার্কেটের ২য় তলায় দিন দুপুরে এই সন্ত্রাসী ঘটনাটি ঘটেছে। আহত সোয়েবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ নিউ মার্কেটের ২য় তলায় “আত্রাই ইনফরমেশন সেন্টার” নামে তার বাণিজ্যিক প্রতিষ্ঠানে বসে কাজ করছিলেন সোয়েব। এসময় তার প্রতিপক্ষের কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে সেখানে গিয়ে তার ওপর অতর্কিত হামলা করে। প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে তার দুই হাতের কব্জির ওপরে হাড্ডিসহ কেটে যায় এবং পায়ের রগও কেটে যায়।

এ সময় তিনি মেঝেতে লুটিয়ে পড়লে আক্রমণকারীরা নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে এ ঘটনার সঙ্গে সঙ্গে বাজার জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। ঘটনার পর বিক্ষুদ্ধ হয়ে ওঠে স্থানীয় জনতা। এ সময় তাদের হাতে স্থানীয় ব্যবসায়ী মন্টু শাহ (৫৫) নামে এক ব্যক্তি আহত হন। সংবাদ পেয়ে আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন।

এ ব্যাপারে আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বাজারের সিসি টিভির ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত মির্জা রাব্বিসহ আহত সোয়েব যাদের নাম বলেছে তাদেরকে ধরার চেষ্টা অব্যাহর রয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত আত্রাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

(বিএস/এসপি/মে ১৬, ২০২১)