দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।

সোমবার এ উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়।

এর মধ্যে ছিল সকালে দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা।

জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল হক ভোলা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, জেলা আওয়ামী সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক শামীম হক, জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু, জেলা ছাত্রলীগের সভাপতি তানজিদূল রশিদ চৌধুরী রিয়ান।

সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনো নেত্রী শেখ হাসিনা যখন দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন তখন একটা অশনি শক্তি দেশকে পিছনের দিকে ঠেলে দেবার চেষ্টা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে দেশে শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে। একই সাথে মহামারী করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিকা বিশ্বজুড়ে দারুন সমাদৃত হয়েছে।

তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

এদিকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শহরের চকবাজার জামে মসজিদে জেলা আওয়ামী লীগের উদ্যোগে মোনাজাত এবং শহরের অম্বিকা বলে জেলা আওয়ামী যুবলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

(ডিসি/এসপি/মে ১৭, ২০২১)