মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এর অধীন বেঙ্গল (বিডি) লিঃ পাট কোম্পানীতে কর্মরত শ্রমিকগণকে শ্রম আইন অনুযায়ী প্রাপ্য পাওনা পরিশোধ না করে বাসস্থান থেকে  উচ্ছেদ, উচ্ছেদের প্রচেষ্টায় হুমকি থেকে রক্ষা এবং পূর্নবাসন ছাড়া শ্রমিক পরিবারকে উচ্ছেদ না করার দাবীতে মানববন্ধন করে অত্র ট্রাস্টের কর্মরত শ্রমিকরা ও তাদের পরিবারের সদস্যবৃন্দরা।

আজ সোমবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন এড.মাহবুবুর রহমান ইসমাইল ও শ্রমিকদের পক্ষ থেকে নাসির, জুয়েল, সবুজ সহ আরো অনেকে তাদের দাবি যানান। এড. মাহবুবুর রহমান ইসমাইল বলেন, শ্রমিদের পাওনা শ্রম আইন দ্বারা নিস্পত্তি করার জন্য আহবান জানান।

শ্রমিকরা বলেন, আমরা শ্রমিকরা ৩০ থেকে ৪০ বছরের বেশি সময় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের বেঙ্গল কারখানায় চাকরি করছি। প্রতিষ্ঠানটি বাংলাদেশ শ্রম আইন দ্বারা পরিচালিত হয় তাহলে শ্রমিকদের পাওনা পরিশোধ না করে বাসস্থান থেকে কিভাবে উচ্ছেদ করে।

তারা আরো বলেন, যে দেশে লক্ষ লক্ষ রোহিঙ্গাদের বাসস্থানের সুযোগ করে দিয়েছে। আমরা সে দেশের নাগরিক হয়েও কেনো আমাদের ন্যায পাওনা না দিয়ে কেনো আমাদের উচ্ছেদ করা হচ্ছে।

বর্তমানে করোনা ভাইরাসের কারনে ঘর থেকে বাহির হওয়া ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতিতে পরিবার পরিজন নিয়ে হাজার হাজার লোক কোথায় গিয়ে থাকবো। তাই আমাদের দাবি ৭০ বছরের বাসস্থান পুর্নবাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না ও শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে।

এসময় ট্রাস্টের শ্রমিকরা সহ তাদের পরিবারের লোকজন মানববন্ধনে উপস্থিত ছিলেন।

(এস/এসপি/মে ১৭, ২০২১)