ফরিদপুর প্রতিনিধি : গত ১৬ই মে ফরিদপুর ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন ৪ জন।

শহরের গোয়ালচামট রঘুনন্দনপুর শিশু পার্ক সংলগ্ন হোটেল হোটেল হ্যাভেনসিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরিদপুর সুমন রঞ্জনের নেতৃত্বে অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল অসামাজিক কাজে লিপ্ত থাকার সময় হোটেল মালিক ও হোটেল বয়সহ দুই তরুণীকে আটক করে। অভিযানের সময় আরও অনেক তরুন তরুনী পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। আটককৃতদের বিরুদ্ধে ১৭ইং মে ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফরিদপুর ডিবি পুলিশের ওসি সুনীল কুমার কর্মকার জানান, ফরিদপুরে পুলিশ সুপার এর দিকনির্দেশনায় আমরা ধারাবাহিক ভাবে অভিযান চালিয়ে যাচ্ছি এই মহামারি দুর্যোগে আইন শৃঙ্খলা রক্ষা ও মানবিক কাজে জীবন বাজী রেখে পুলিশ কাজ করছে। সাধারণ মানুষেরও উচিত সচেতনতায় সমাজের উন্নয়নে পুলিশকে সহযোগিতা করা।

(ডিসি/এসপি/মে ১৭, ২০২১)