আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী নৌযান চলাচলের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নৌযান শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দরা। মঙ্গলবার বেলা ১১টা থেকে নদীবন্দরে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। পরে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসনের বরাবরে স্মারকলিপি পেশ করা হয়েছে।

বক্তারা বলেন, প্রায় দুই মাস যাবত লকডাউনের কারণে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ মালিকরা শ্রমিকদের ছুটিতে পাঠিয়েছে, তবে বেতন ভাতা দেয়নি। যার কারণে পরিবার নিয়ে ঈদ করতে পারেনি তারা। এছাড়াও প্রধানমন্ত্রীর অনুদানের জন্য তালিকা পাঠানো হলেও কোন নৌযান শ্রমিক অনুদান পায়নি। এখন তাদের পরিবার নিয়ে কষ্টের জীবন-যাপন করতে হচ্ছে। এ অবস্থায় অবিলম্বে তারা নৌযান চালানোর দাবি করেন।

(টিবি/এসপি/মে ১৮, ২০২১)