জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে বজ্রপাতের সময় বিদ্যুতায়িত হয়ে তোজা মিয়া (৫৫) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি মহিষবাথান গ্রামের মৃত সামছুল মন্ডলের ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সময় বজ্রপাত হলে ধানক্ষেতে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান।

স্থানীয় সূত্র জানায়, তোজা মিয়া অন্যের জমিতে দিনমজুর হিসেবে ধান কাটছিলেন। ওই ক্ষেতে তিনি একাই ছিলেন। দুপুর ১২টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সময় পাশেই বজ্রপাত হলে বিদ্যুতায়িত হয়ে তিনি মাটিতে পড়ে যান। পাশের ক্ষেতের শ্রমিকরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক শামীম ইফতেখার তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল হুদা খান জানান, কারো কোনো অভিযোগ না থাকায় এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

(আরআর/এসপি/মে ১৮, ২০২১)