নূরুল আমিন খোকন, ফেনী : ফেনীর ফুলগাজীতে অপহৃত এক মাদরাসা ছাত্রীকে অপহরণের ৫ দিন পর উদ্ধার করেছে ফুলগাজী থানার পুলিশ। শুক্রবার (২১ মে) ভোরে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর এলাকা থেকে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে, এঘটনায় পুলিশ দরবারপুর ইউনিয়নের ধলিয়া চকবস্তা গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে রায়হান শুভকে (২১) গ্রেফতার করেছে ।

গত ১৫ মে ওই ছাত্রী উপজেলার সদর ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে অপহৃত হয়, সে স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও পারিবারিক সুত্র জানাযায়, গত ১৫ মে রাত সাড়ে ৮ টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাহিরে যায়, এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা রায়হান শুভ তাকে কৌশলে বাড়ি থেকে জোর পূর্বক তুলে নিয়ে যায়।
তার পরিবার বিভিন্ন যায়গা খোঁজাখুঁজি করে না পেয়ে ওই ছাত্রীর মা বাদী হয়ে ফুলগাজী থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারী যুবকের অবস্থান শনাক্ত করে, পরে এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার ভোরে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে এবং ওই স্থান থেকে অপহরণকারী যুবক রায়হান শুভকে গ্রেফতার করে ।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএনএম নুরুজ্জামান মাদ্রাসার ছাত্রীকে উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।

তিনি বলেন, অপহৃত মাদরাসা ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

(এন/এসপি/মে ২২, ২০২১)