দিলীপ চন্দ, ফরিদপুর : প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম এর মুক্তির দাবি এবং সকল মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুরে তিনটি সংগঠন । সংগঠনগুলো হচ্ছে ঢাকা মানবাধিকার ও সাংবাদিক সংস্থা, ফরিদপুর জেলা কমিটি ফরিদপুর সাংবাদিক জোট, ও আইন ও মানবাধিকার ফাউন্ডেশন ।

আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা মানবাধিকার ও সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আবুল হোসেন আজাদ, আইন ও মানবাধিকার ফাউন্ডেশন সভাপতি এডভোকেট মিরাজ শরীফ, দৈনিক নাগরিক দাবির সম্পাদক হায়দার খান, দৈনিক নওরোজ এর জেলা প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক তৃতীয় মাত্রা ও ভয়েজ অফ এশিয়ার জেলা প্রতিনিধি ইব্রাহিম হোসেন, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি এসএম আকাশ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির কারণে দেশে ব্যাপক ভাবে দেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে।

তারা বলেন যে ৬ জন কর্মকর্তা এর সাথে জড়িত আছেন তাদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার করা হোক।
একই সাথে সাংবাদিক রোজিনা ইসলাম কে মুক্তি দেয়া হোক।

তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে সাংবাদিক রোজিনা ইসলাম কে মুক্তি দেয়া না হলে আরো ব্যাপক কর্মসূচি ঘোষণা করা হবে।

তারা একই সাথে ফিলিস্তিনের উপর ইজরায়েলের সেনাবাহিনী কর্তৃক আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। এসময় নগরকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ ফরিদপুরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/মে ২২, ২০২১)