টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কেন্দ্রের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৫ আসনের সাংসদ আলহাজ¦ ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী সুব্রত কর্মকর্তা কুমার সিকদার, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এক কোটি ৭৩ লাখ ১৮ হাজার ১১৩ টাকা ব্যয়ে তিন তলা ৫৩৬ বর্গমিটার ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। ২০১৯ সালের ১৯ জুন কাজ শুরু হয়ে ২০২০ সালের ১৮ ডিসেম্বর কাজ শেষ হয়।

(আরকেপি/এসপি/মে ২৩, ২০২১)