এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় একটি কার্গো ট্রাক তল্লাশী করে ২৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব ৩। এসময় ইয়াবা ব্যবসার সাথে জড়িত ৩ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতরা হলো রাজু (৩২), ইমরান হোসেন (২৮) ও নাঈম শেখ(২২)।

রোববার (২৩ মে) র‍্যাব-৩ এর পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, শনিবার (২২ মে) বিকেল ৫ টায় আসামিরা কার্গো ট্রাক নিয়ে ঢাকার দিকে আসছিল। খবর পেয়ে র‍্যাব-৩ এর একটি দল সিদ্ধিরগঞ্জের শিমরাইলে চেকপোস্ট স্থাপন করে কার্গোটি আটক করে। কার্গোটিতে তল্লাশী চালিয়ে করে ড্রাইভারের সিটের পেছন থেকে পলিথিনে মোড়ানো ২৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, মামলায় গ্রেফতার হওয়া আসামিদের বিকেলে আদালতে প্রেরন করা হবে।

(এ/এসপি/মে ২৩, ২০২১)