এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে বন্দরে বিএনপির নেতা রনির সন্ত্রাসী ছেলে রায়হানের নেতৃত্বে বিয়ে বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা নাঈম ও নারীসহ বেশ কয়েকজনকে কুপিয়ে জখন করেছেন।

শনিবার রাতে বন্দরে দক্ষিণ কলাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার রাতেই শাকিল বাদী হয়ে বন্দর থানায় অভিযোগ করেছেন। এসময় আহতদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- দক্ষিণ কলাবাগ এলাকার নুর উদ্দিন মিয়ার ছেলে নাইম, আলী আহাম্মদ মিয়ার ছেলে জয়নাল, জসিম উদ্দিন মিয়ার ছেলে শুভ, নুর ইসলাম মিয়ার ছেলে নুর হোসেন, উত্তর কলাবাগ এলাকার আনোয়ার মিয়ার ছেলে আজহার, নবীগঞ্জ কদমতলী এলাকার মৃত জালাল মিয়ার ছেলে হাসান, কলাবাগ এলাকার দুদু মিয়ার মেয়ে স্মৃতি, মদনগঞ্জ দেলোয়ার হোসেনের ছেলে রাব্বি।

হামলার শিকার পরিবারের দাবি, বিএনপির নেতা রনির সন্ত্রাসী ছেলে রায়হান তার কিশোর গ্যাংয়ের ছেলেদের নিয়ে বিয়ে বাড়িতে এক নারীরে উত্যক্ত করে আসছে। এসময় ঐ নারীর ভাই নাঈম প্রতিবাদ করলে রায়হানের নেতৃত্বে মিলন, সানি, সোলায়মান, সাইদুর সহ অজ্ঞাত আরও ৮/১০ জন মিলে নাঈমের উপর হামলা চালায়। পরে এলাকার প্রতিবেশী আজহার, শুভ, হাসান, রাব্বি, বাবুর্চি নূর হোসেন, স্মৃতি সহ আরো একজন মহিলা এগিয়ে আসলে তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আহতদের মধ্যে বাবুর্চি নূর হোসেনসহ এক যুবকের অবস্থা গুরুতর।

(এ/এসপি/মে ২৩, ২০২১)