টাঙ্গাইল প্রতিনিধি : স্বাস্থ্যবিধি মেনে আংশিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২৪ মে) সকালে টাঙ্গাইল শহরস্থ নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সানজিদা মিম, ফাতেমা রহমান বিথী, ইভানা জামান খান ঐশী, বজলুল রহমান, কাওছার আহমেদ, মো. আল আমিন প্রমুখ।

বক্তারা বলেন, এক বছরের বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশে সব কিছু চালু হলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না। এভাবে আর কত দিন আমরা বসে থাকবো? স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি। শিক্ষা প্রতিষ্ঠান খোলা এখন সময়ের দাবি। এটি বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি।

(আরকেপি/এসপি/মে ২৪, ২০২১)