মোঃ শান্ত, নারায়ণগঞ্জ সদর : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ০৪ জন চাঁদাবাজ’কে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল (৩০ মে) দুপুরে গোদনাইল বাগপাড়া এলাকায় জ্বালানী তেলবাহী ট্যাংকলরী থামিয়ে চাঁদা আদায়ের সময় তাদের হাতে-নাতে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো মোঃ আব্দুল হামিদ (৭০), মোঃ মজিবর রহমান (৭৭), মোঃ বাদল শেখ (৫৮) এবং মোঃ জসীম উদ্দিন (৫২)। এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ১৫,১৩০ টাকা ও নামে-বেনামে বিভিন্ন সমিতির ০৬ টি চাঁদা আদায়ের রশিদ বহি উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য জানান।

তিনি আরো জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা ও মেঘনা ডিপো হতে প্রতিদিন শত শত তেলের ট্যাংকলরী জ্বালানী তেলভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। একটি সক্রিয় চাঁদাবাজ চক্র এই জ্বালানী তেলভর্তি ট্যাংকলরীগুলো থেকে ট্যাংকলরীর চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক লরী প্রতি দৈনিক ১২০ থেকে ১৪০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।

অনুসন্ধানে জানা যায়, শ্রমিক ফেডারেশন, শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নামে গাড়ী প্রতি ৭০ টাকা চাঁদা উঠানোর নিয়ম থাকলেও উক্ত চাঁদাবাজ চক্রটি নামে-বেনামে বিভিন্ন সমিতি ও মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে ৬টি টোকেন প্রদর্শন করে অতিরিক্ত ৫০ টাকা থেকে ৭০ টাকাসহ প্রতি ট্যাংকলরী হতে ১২০ থেকে ১৪০ টাকা করে অবৈধ চাঁদা আদায় করে আসছে।

কয়েকজন ভুক্তভোগী ট্যাংকলরী চালকের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ কর্তৃক ঘটনার অনুসন্ধান করে সত্যতা পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

(এস/এসপি/মে ৩১, ২০২১)