ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা ৩ শিশুসহ ১০ জন রোহিঙ্গাকে আটক করেছে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ। এসময় রোহিঙ্গাদের পালাতে সাহায্যকারী দালাল চক্রের তিন সদস্যকেও আটক করা হয়।

রোববার (৩০ মে) দিবাগত মধ্যরাতে তাদেরকে উপজেলার ইছাখালী এলাকা থেকে আটক করা হয় বলে জানিয়েছেন জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন।

আটক রোহিঙ্গারা হলেন- নূরজাহান বেগম (২০), রেহানা আক্তার (১৯), আছিয়া বেগম (১৮), নূর খাইয়াছ (২৫), মিনারা বেগম (২০), মনিয়া বেগম (২০), কহিনা আক্তার (৩২), জিসান (১০), জান্নাতুল নাঈমা (৮) ও জেসমিন আক্তার (১২)।

আটক দালাল চক্রের সদস্যরা হলেন- নোয়াখালীর সুবর্ণচরের বেলাল হোসেন (২৮), একই এলাকার মো. জুয়েল (২০) ও সন্দ্বীপের দিদারুল আলম (২১)।

হেলাল উদ্দিন বলেন, দালাল চক্রের সাহায্যে সাগর পাড়ি দিয়ে জোরারগঞ্জ হয়ে চট্টগ্রাম যাওয়ার সময় তাদের আটক করা হয়। আটককৃত রোহিঙ্গারা সকলেই নারী। এদের মধ্যে তিনজন শিশু রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে দুটি মামলা করেছে। এর মধ্যে একটি দালাল চক্রের বিরুদ্ধে মানবপাচার আইনে এবং অন্যটি অভিবাসী আইনে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিরুদ্ধে।

(এস/এসপি/মে ৩১, ২০২১)