টাঙ্গাইল প্রতিনিধি : ‘প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১ জুন) সকালে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল ইসলাম আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

পরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।