কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ এর অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, এমওডিসি ডা. শোয়েব খান, মেডিকেল অফিসার ডা. সুমাইয়া বিনতে ফারুক, ডা. হাসনান জোবায়ের কবীর, ডা. রিপন দেবনাথ, ডা. জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, প্রভাষক ধ্রুব রঞ্জন দাস, প্রাথমিক শিক্ষক সমিতির সাঃ সম্পাদক মাহবুবুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মোঃ মজিবুর রহমান, শ্বরদিন্দু ভট্রাচার্য্য, সহ. স্বাস্থ্য পরিদর্শক রূপক রায়, সাংবাদিক মিয়া মোহাম্মদ সিদ্দিক, সিএইচসিপি সভাপতি কাজী আনোয়ার হোসেন প্রমুখ।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন জানান, আগামী ৫ জুুন থেকে ১৯ জুন পর্যন্ত উপজেলার ০১ টি পৌরসভা ও ০৯ টি ইউনিয়নে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। এ সময় ২৪১ টি কেন্দ্রের মাধ্যমে সর্বমোট ৪৬ হাজার ৬৩৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ০৬ থেকে ১১ মাস বয়সের ৫ হাজার ১৭৬ জন শিশুকে নীল ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ৪১ হাজার ৪৫৯ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন স্বাস্থ্য সহকারী শফিকুল ইসলাম।

(ডিডি/এসপি/জুন ০২, ২০২১)