কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : করোনার প্রভাবে দুই মাস ধরে পর্যটন স্পট বন্ধ থাকায় কুয়াকাটায় পর্যটক নির্ভর ব্যবসায়ীদের সমস্যা ও উত্তোরণ শীর্ষক আলোচনা সভা আজ শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।

ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর উদ্যোগে এ সভায় সভাপতিত্ব করেন টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক মোতালেব শরীফ, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কাউন্সিলর শহিদ দেওয়ান, আবুল হোসেন, টোয়াক সেক্রেটারী জেনারেল আনোয়ার হোসেন আনু ।

সভায় বক্তারা করোনার প্রভাবে লকডাউনের কারনে গত দুই মাস ধরে বন্ধ রয়েছে পর্যটন স্পট। তাই সকল শিল্প কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের মতো স্বাস্থ্য বিধি মেনে পর্যটন চালু রাখার দাবী জানান।

বক্তারা বলেন, বর্তমানে চরম সমস্যায় দিন কাটাচ্ছেন পর্যটনের ক্ষুদ্র ব্যবসায়ীরা। কর্মশালায় কুয়াকাটা পর্যটন নির্ভর বিভিন্ন সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথির বক্তব্যে কুয়াকাটা পৌর মেয়র বলেন আমার পৌরসভা পর্যটন এলাকার মধ্যে, তাই পর্যটন বন্ধ থাকায় আমার স্টাফদের বেতন ভাতা দিতে পারছিনা।

কারণ আমি কোনো প্রতিষ্ঠানের ট্যাক্স পাইনা। তাই দ্রুত পর্যটন কেন্দ্র স্বাস্থ্য বিধি মেনে খুলে দেয়ার দাবী জানান।

(এমকে/এসপি/জুন ০৪, ২০২১)