ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে অনুষ্ঠিত হয়েছে প্রাণীসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 

শনিবার (৫ জুন)সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চরজব্বার ডিগ্রি কলেজ মাঠে এলডিডিপি সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে সুবর্ণচর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর।

সুবর্ণচর উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা ডাক্তার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান এএইচএম খারুল আনম চৌধুরী সেলিম, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা খোরশেদ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মহিব উল্যাহ, চরজুবিলী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হানিফ চৌধুরী, চরজব্বার ডিগ্রি কলেজ অধ্যক্ষ শাহজাহান, জেলা আওয়ামি লীগ নেতা ডাক্তার আব্দুর রব, বিশিষ্ঠ সমাজ সেবক ও শিক্ষানুরাগি ছায়েদুল হক ভূঁইয়া, রোকসানা কামাল চৌধুরী, কামাল চৌধুরী প্রমূখ।

অনুষ্টান শেষে প্রদর্শনী স্টল গুলো ঘুরে দেখেন সুবর্ণচর উপজেলার সাবেক (সদ্য বিদায়ী) উপজেলা নির্বাহী অফিসার ইবনুল হাসান ইভেন।

বক্তরা প্রাণীসম্পদ রক্ষা, পর্যবেক্ষণ পশুপালনকারি খামারিদের পর্যাপ্ত সুযোগ সুবিধাসহ নানাবিধ পরামর্শ প্রদান করেন।

পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন, স্টল পরিদর্শন শেষে বড় প্রাণী, ছোট প্রাণী, পোল্ট্রি পোষ্য প্রাণী ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেন।

(এস/এসপি/জুন ০৫, ২০২১)