রবিউল ইসলাম, গাইবান্ধা : সারা দেশের ন্যয় গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠান ৫ জুন সকাল ১০টায় পলাশবাড়ী এস.এম.পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। 

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এলডিডিপি প্রাণীসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় পলাশবাড়ী উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের বাস্তবায়নে পলাশবাড়ী পৌরসভা সহ ৮টি ইউনিয়নের খামারীদের নিয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আলতাব হোসেন এর সার্বিক তত্বাবধানে ও সঞ্চালনায় পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ।

বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, খামারী আঃ গফুর প্রমূখ।

পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টল পরিদর্শন শেষে বড় প্রাণী, ছোট প্রাণী, পোল্ট্রি পোষ্য প্রাণী ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

(আর/এসপি/জুন ০৫, ২০২১)