শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরা উপজেলায় বজ্রপাতে দুইজন কৃষক নিহত হওয়ার খবর জানা গেছ।

নিহতরা হলেন, মুলনা ইউনিয়নের জয়সাগর গ্রামের মৃত ফেলু খলিফার ছেলে তাজুল ইসলাম খলিফা (৫৫) ও পালেরচর ইউনিয়নের মফিজ রাঢ়িকান্দি গ্রামের হযরত আলী পেদার ছেলে আব্দুল মালেক পেদা (৪০)। আজ দুপুর ২টার দিকে বজ্রপাতে দু'জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

তাজুল ইসলাম তার নিজ বাড়িতে গরুর খামারে গরুর খাবার দিতে গেলে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতের পরেই তাজুল ইসলাম খলিফাকে জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে একই সময় পালেরচর ইউনিয়নের আঃ মালেক পেদা ক্ষেত থেকে গরুর জন্য ঘাষ কাটতে যাওয়ার সময় হঠাৎ তার ওপর বজ্রপাত হয়। আঃ মালেক পেদাকেও জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত বলে ঘোষণা করেন। বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর ঘটনায় তাদের পরিবারে চলছে স্বজনদের আজাহারি। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জাজিরা উপজেলা নির্বাহি কর্মকর্তা আশরাফুজ্জামান ভূঁইয়া বলেন, আমি দুইজন কৃষকের মর্মান্তিক মৃত্যুর বিষয়টি জেনেছি। খুব দ্রুত নিহতদের পরিবারকে সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থা করবো।

(কেএন/এসপি/জুন ০৫, ২০২১)