নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : “ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল”এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো টাঙ্গাইলের নাগরপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২১ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৬ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহান।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা সহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর বলেন, ভূমি সেবা এখন থেকে অনলাইনে পাওয়া যাবে। দেশের যেকোন স্থান এমনকি বিদেশ থেকেও নিজের মোবাইল থেকে ভূমি উন্নয়ন কর দিতে পারবেন।

তিনি আরো বলেন, আগামী ৩০ জুন থেকে ম্যানুয়াল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর নেওয়া বন্ধ হবে। এখন থেকে প্রতি বছর অনলাইনে নেওয়া হবে জমির খাজনা। তাই সকল শ্রেণির ভূমি মালিকদের রেজিস্ট্রেশনের আওতায় আসার আহ্বান জানান তিনি।

(আরএস/এসপি/জুন ০৬, ২০২১)