মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : নারায়ণগঞ্জ সিটি করপোশেনের সম্ভাব্য মেয়র প্রার্থী কামরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জবাসী ও সকল গনমাধ্যম কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।

নারায়ণগঞ্জে আনুষ্ঠানিকভাবে নতুন যাত্রা শুরু করেছি। নগরীর সেবক হতে আপসহীন হয়ে লড়তে চাই। ভোট প্রার্থী হয়ে আমি কখনই অবশ্য বলতে পারবো না, আমাকে সমর্থন দিন। নারায়ণগঞ্জের জন্য কি করতে পারব বা কি করতে চাইছি তা কেবল জানাতে থাকবো। বাকীটা আপনারা করবেন। যে সিদ্ধান্ত দিবেন তা মেনে নেব বলে জানিয়েছেন তিনি।

তিনি ধন্যবাদ জানান তাকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের জন্য এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও মাননীয় প্রতিমন্ত্রী গাজী গোলাম দস্তগীর এর মালিকানায় দেশের মুলধারার অনলাইন সংবাদমাধ্যম সারাবাংলাডটনেট কে। এছাড়াও
আরিফুর রহমান দোলন যিনি দেশের অন্যতম খ্যাতনামা সাংবাদিক হিসাবে পরিচিত। তাঁর সম্পাদনায় প্রকাশিত ঢাকাটাইমস- এ আমাকে নিয়ে করা প্রতিবেদনটির মধ্যেও সৃজনশীলতা প্রাকটিত হয়েছে।

অন্যদিকে প্রিয় নারায়ণগঞ্জের আঞ্চলিক পর্যায়ের সকল সংবাদকর্মীকে আমার পক্ষ থেকে ভালবাসা। যারা ২ জুনের সংবাদ সম্মেলন ঘিরে ইতিবাচক ও নেতিবাচক সংবাদ পরিবেশনে যেয়ে অন্তত বলতে পেরেছেন, কামরুল ইসলাম বাবু অবশেষে রাজনীতিতে এলেন।

আমি কার্যত মহান সৃষ্টিকর্তাকে ধারণ করি। রাজনৈতিকভাবে বঙ্গবন্ধুর আদর্শে চলতে পছন্দ করি। মাননীয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বগুনের ভক্ত। ভালবাসি এই শহরের মানুষদেরকে।

তাই আমি(কামরুল ইসলাম বাবু) ঘোষণা করছি, বাংলাদেশ আওয়ামী লীগের কোনো একটি শীর্ষ পর্যায় হতে আশীর্বাদ নিয়েই শুরুটা করতে পেরেছি। তবে, আমার জনসমর্থন বাড়তে না থাকলে কিংবা আমি যদি এই নগরীর মানুষগুলোকে বোঝাতে সক্ষম না হই যে, অন্যদের চেয়ে আমি উন্নত কোনো ভাবনায় আপ্লুত হওয়া সত্তা হতে পারছি না, তবে মাথানত করে নিজেকে গুটিয়ে নেব। তবে, বাবু এক্সপ্রেস যাত্রা শুরু করেছে, কোথায় গিয়ে থামবে তা আমি ও আমার অভিভাবক পর্যায়ের এক বিশেষ বন্ধু জানি। আপনারা যদি মনে করেন, আমার ক্লিন ইমেজ রয়েছে, তাহলে সরব ও নীরব মিশ্রণে ভোট বিপ্লবের প্রস্তুতি নিতে পারেন।

(এস/এসপি/জুন ০৬, ২০২১)