স্পোর্টস ডেস্ক : ম্যাচের ৩৬ মিনিটেই লাল কার্ডে এক খেলোয়াড় হারাল সাইপ্রাস। ১০ জনের দল নিয়ে এরপর আর কুলিয়ে উঠতে পারেনি তারা। সোমবার রাতে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সাইপ্রাসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইউক্রেন।

ম্যাচের আধা ঘণ্টা পার হতে না হতেই ধাক্কা। ৩৬ মিনিটের মাথায় সাইপ্রাস মিডফিল্ডার আন্দ্রেয়াস পানায়েতো বিপজ্জনক জায়গায় ফাউল করে বসেন, পেনাল্টি পায় ইউক্রেন।

পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন আন্দ্রি ইয়ারমোলেনকো। প্রথমার্ধে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওলেক্সজান্ডার জিনচেঙ্কো। এবারও পেনাল্টি থেকে গোল।

দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে মার্লোসের পাস থেকে বল পেয়ে দলের তৃতীয় গোলটি করেন রোমান ইয়েরেমচুক। এর ছয় মিনিটের মাথায় আন্দ্রি ইয়ারমোলেঙ্কোর দ্বিতীয় গোলে এক হালি পূর্ণ করে ইউক্রেন। শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।

(ওএস/এসপি/জুন ০৮, ২০২১)