প্রবাস ডেস্ক : নিউইয়র্ক সিটি কাউন্সিলে আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ (ব্রঙ্কস) এর কাউন্সিলম্যান প্রার্থী মির্জা মামুন রশীদের সমর্থনে বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে প্রত্যেক বাংলাদেশি-আমেরিকানকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলা হয় সকলে ঐক্যবদ্ধভাবে এ গুরুত্বপূর্ণ নির্বাচনে মির্জা মামুন রশীদের পাশে দাঁড়ালে তার বিজয় সুনিশ্চিত। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় গত ৬ জুন রোববার সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজ।

বক্তারা মির্জা মামুন রশীদকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করে বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ে ভূমিকা রাখার আহ্বান জানান।

কাউন্সিলম্যান প্রার্থী মির্জা মামুন রশীদ তার সমর্থনে এ আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নির্বাচিত হলে তিনি কমিউনিটির অধিকার রক্ষায় সর্বাত্মক ভূমিকা রাখবেন। সমাবেশ থেকে তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর ও ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট পদপ্রার্থী লুইস সেপুলভেদা। মির্জা মামুন রশীদের নির্বাচনী টিমের সহ-প্রচার কমিটির আহ্বায়ক মূলধারার রাজনীতিক আবদুস সহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে কাউন্সিলম্যান প্রার্থী মির্জা মামুন রশীদ ছাড়াও বক্তব্য রাখেন কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিষ্ট্রিক্ট এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, বাংলাদেশ সোইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, সাবেক সভাপতি বদরুল খাঁন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার জিল্লুল হক, বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াদুদ চৌধুরী জাকি, ট্রেজারার সৈয়দ মোর্শেদ, মির্জা মামুন রশীদের নির্বাচনী টিমের ক্যাম্পেইন ম্যানেজার আখতারু জামান হ্যাপি, সদস্য সচিব মুমিনুল ইসলাম, চিফ কো-অর্ডিনেটর রিয়াজ উদ্দিন কামরান, যুগ্ম আহ্বায়ক মোঃ আজিজুল হক, মাইন উদ্দিন নোটু, যুগ্ম সদস্য সচিব মোজাম্মেল হোসেন মুরাদ, সমন্বয়কারী গোলাম রাব্বানী চৌধুরী, সদস্য কাওসারুজ্জামান কয়েস, ইমরান রন শাহ, মখন মিয়া, সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ১৮ (ব্রঙ্কস) থেকে প্রতিদ্বন্দ্বি প্রার্থী আমান্ডা ফারিয়াজ, পার্কচেষ্টার জামে মসজিদের সাবেক সভাপতি ফখরুল ইসলাম ও মোস্তাক আহমেদ চৌধুরী প্রমুখ।

মির্জা মামুন রশীদের নির্বাচনী টিমে রয়েছেন ক্যাম্পেইন ম্যানেজার আখতারু জামান হ্যাপি, সদস্য সচিব মুমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ ফরিদ এ ভূঁইয়া মিলন, চিফ কো-অর্ডিনেটর রিয়াজ উদ্দিন কামরান, যুগ্ম আহ্বায়ক মোঃ আল ওয়াহিদ নাজিম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আজিজুল হক, মোঃ আবুল কালাম পিনু, জাফর তালুকদার, মাইন উদ্দিন নোটু, মোঃ নাসির উল্লাহ, জয়নাল উদ্দিন লাইক, শাহ কামাল, মাহি আলম, জুয়েল আহমেদ, আতিকুল চৌধুরী জুয়েল, যুগ্ম সদস্য সচিব মোজাম্মেল হোসেন মুরাদ, শাহীন কামালী, সোনার বলাই, মোতাহার রুবেল, মোঃ কাওসার আহমেদ, ফয়সাল আহমেদ, শাহ সেলিম, মোঃ সাদিকুর রহমান, দিলশাদ আহমেদ, ইসমাইল হোসেন, জামাল আহমেদ, নোমান আহমেদ, সমন্বয়কারী গোলাম রাব্বানী চৌধুরী, মোশাহিদ চৌধুরী, লোকমান হোসেন লুকু, মামুন আহমেদ, মোঃ মখন মিয়া, মীর সারোয়ার আলী, মোঃ শহিদুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, মোঃ হাসান, মোঃ আহসান রসুল, মাজলুল আহমেদ কামরান, মোঃ ফরিদ মিয়া, হুছানুজ্জামান চৌধুরী শিপু, গোলাম আহমেদ মিঠু, সৈয়দ লোকমান মিয়া, মারুফ আহমেদ, প্রচার ও মিডিয়া সম্পাদক আজিজুল হক, মাইন উদ্দিন নুটু, হাবিব ফয়েজী, ইয়াকুব আলী মিঠু, সদস্য কাওসারুজ জামান কয়েস, তৌফিকুর রহমান ফারুক, নুরুল আহিয়া, মোঃ কামাল উদ্দিন, সামাদ মিয়া জাকের, মোঃ বোরহান উদ্দিন, সেবুল খান মাহবুব, এমাদুল জয়জিদার, সুমন খান, শরীফ আহমেদ, আতিকুল চৌধুরী জুয়েল, মহিবুল হক, সোহেব আহমেদ, সোহেল রানা তালুকদার, সায়েদ আহমেদ, মাসুম আহমেদ, হুমায়ূন আহমেদ, কামাল উদ্দিন, মারুফ খান, আব্দুল কুদ্দুস, রিপন চৌধুরী, বোরহান চৌধুরী, মিজানুর রহমান সবুজ, ফারহান আহমেদ চৌধুরী, জামিল কামরান, হাফিজ উদ্দিন আহমেদ, নিপা চৌধুরী, সুমন মিয়া, লিপু আহমেদ, সইবুর রহমান, জিয়াউর রহমান মিয়া, মাসুক মিয়া, প্রধান উপদেষ্টা মোঃ আব্দুর রব দলা মিয়া, উপদেষ্টা ফখরুল ইসলাম, জিল্লুল হক, অ্যাডভোকেট কাইয়ুম চৌধুরী, জামাল উদ্দিন, সালিক শিকদার, কফিল চৌধুরী, সারোয়ার জাহান লাহিন, ময়েজ উদ্দিন লুলু, জয়নাল চৌধুরী, আবু সালেহ চৌধুরী, আব্দুল রহিম বাদশা, জকি উদ্দিন চৌধুরী, জাকি চৌধুরী, শাহজাহান চৌধুরী, ইফতেখার সিরাজ, জুনায়েদ এ চৌধুরী, মাহবুব আলম, আবদুল চৌধুরী, খলিলুর রহমান, ফারুক চৌধুরী, আনোয়ার হুসেন, ফটিক মিয়া, ইমরান শাহ রন, শায়ক চৌধুরী, মাহমুদুর রহমান, বেলাল ইসলাম, আব্দুল বাসির খান, আফতাব আলী, আবদুল মানাফ, আবদুল মাহিত, গিয়াস উদ্দিন আউয়াল, আবুল কাসেম ইয়াহিয়া, সাব্বির কাজী আহমেদ, হাসান আহমেদ, হাফিজ এবাদুর রহমান, আম্বিয়া মিয়া, আহিয়া মেন্দি, মোস্তাক আহমেদ চৌধুরী, কবি জালাল উদ্দিন, লালন আহমেদ চৌধুরী, আবু হাসনাত, আহমেদ এইচ চৌধুরী, মোহাম্মদ নুরুনজ্জামান, মোঃ আতাউর রহমান, আবদুল লতিফ লুলু, সৈয়দ এস মোর্শেদ, নাসিম আহমাদ, নাসির, জালাল আহমেদ, আমির আলী প্রমুখ।

বাংলাদেশী কমিউনিটি ও মূলধারার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী এ সমাবেশে যোগ দেন।

সভায় কাউন্সিলম্যান প্রার্থী মির্জা মামুন রশীদ তার সমর্থনে এ সমাবেশে যোগদানের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশী সহ সকল কমিউনিটিকে সেবা প্রদানের লক্ষ্যেই তিনি সিটি কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হলে কমিউনিটির অধিকার রক্ষায় সর্বাত্মক ভূমিকা রাখবেন। সবসময় বাংলাদেশীসহ ইমিগ্র্যান্টদের পাশে থাকবেন।
সমাবেশে মির্জা মানুনকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বক্তারা বলেন, কমিউনিটির সকলে ঐক্যবদ্ধ হলে সিটি হলে একজন বাংলাদেশী জনপ্রতিনিধি পাঠানো সম্ভব। বাংলাদেশী কমিউনিটির ক্ষমতায়নে আসন্ন নির্বাচনে তাকে সমর্থনের আহ্বান জানিয়ে বলেন, তিনি নির্বাচিত হলে পাবলিক স্কুলে মুসলমান ছাত্রদের জন্য হালাল খাবার সরবরাহসহ বাংলাদেশীদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে ভূমিকা রাখবেন। আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় অনুষ্ঠানে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশিত হয়।

উল্লেখ্য, আগামী ২২ জুন মঙ্গলবার নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হবে।

(এস/এসপি/জুন ০৯, ২০২১)