ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ীতে, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহবানে ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন এর জন্য বাজেটে আর্থিক বরাদ্দ এবং সরকার ঘোষিত ১৩ জুন সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা বহাল রাখার দাবিতে বুধবার (৯ জুন) সকাল ১০টায় পলাশবাড়ী পৌরসভার চৌমাথায় প্রতীকী অনশন পালিত। এই প্রতীকী অনশন কর্মসূচিতে গাইবান্ধা জেলার শতাধিক কে.জি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পরিচালক, অধ্যক্ষ এবং শিক্ষক বৃন্দ অংশ গ্রহণ করেন। 

উক্ত কর্মসূচিতে, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের গাইবান্ধা আঞ্চলিক শাখার সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,সাধারণ সম্পাদক জাকির হোসেন,মকবুল হোসেন,রুহুল আমিন,এমএ হাসান আলী, স্বাধীন সরকার প্রমুখ।

প্রতীকী অনশনে বক্তারা বলেস্বাস্থ্যবিধি মেনে যখন গার্মেন্টস চলছে, যানবাহন চলছে, রেস্টুরেন্ট-রিসোর্ট চলছে তখন কেনো শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান।

(এস/এসপি/জুন ০৯, ২০২১)