দিলীপ চন্দ, ফরিদপুর : এনজিও সংগঠন বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশীপ ফোরাম (বিএফএফের)এক ব্যতিক্রমধর্মী আয়োজন বৃহস্পতিবার সকালে বিএফএফ নিজস্ব কার্যালয় আলিপুরে অনুষ্ঠিত হয়।

কোভিদ ১৯ এর প্রভাবে কর্মহীন আয় কমে যাওয়ায় ও দরিদ্র পরিবারের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে ছাগল, সেলাই মেশিন ও ব্যবসায়িক সামগ্রী বিতরণ করে সংগঠনটি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মাসুম রেজা, অনুষ্ঠানে বি এফ এফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদি সাব্বিরের সভাপতিত্বে মোট নয়টি পরিবারকে সহযোগিতা প্রদান করা হয়। এরমধ্যে একজনকে চায়ের দোকানের ব্যবসায়ীক সামগ্রী, একজনকে সেলাই মেশিন ও বাকি ৭ জন কে ছাগল বিতরণ করা হয়।

অনুষ্ঠানের উপকারভোগীরা এসব উপকার সামগ্রী পেয়ে বিএফএফ এর নিকট কৃতজ্ঞতা পোষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএফ এফ এর কর্মকর্তা জহির উদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বি এফ এফ এর কর্মকর্তা রায়হানা রহমান।

(ডিসি/এসপি/জুন ১০, ২০২১)