নওগাঁ প্রতিনিধি : সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের সঙ্গে নওগাঁর পোরশায় ও সাপাহারে নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন। এ উপলক্ষে পোরশা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মোঃ হারুন অর রশীদ।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও নাজমুল হামিদ রেজা, গণপূর্ত অধিদপ্তর নওগাঁর নির্বাহী প্রকৌশলী আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার কেএম মামুন খান চিশতী, ইসলামীক ফাউন্ডেশন নওগাঁর উপ-পরিচালক আমিন উদ্দিন আহম্মেদ, আওয়ামীলীগ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামীক ফাউন্ডেশনের উদ্যোগ ও বাস্তবায়নে প্রায় ১২কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটির নির্মান কাজ বাস্তবায়ন করেন গণপূর্ত অধিদপ্তর।

অপরদিকে নব নির্মিত সাপাহার মডেল মসজিদ প্রাঙ্গনে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ সারোয়ার, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, বিশিষ্ট সমাজসেবক নুরল হক মাষ্টার সহ উপজেলার ধর্মপ্রাণ মুসুল্লীগণ উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/জুন ১০, ২০২১)